পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

। আচার্য হরিনাথ দে'র মতো বহুভাষাবিদ পন্ডিত, শুধু ভারতবর্ষে নয় ,সারা বিশ্বেই এমন অসাধারণ প্রতিভা বিরল।

ছবি
          আচার্য হরিনাথ দে'র মতো বহুভাষাবিদ               পন্ডিত,শুধু ভারতবর্ষে নয়,সারা বিশ্বেই                    এমন  অসাধারণ প্রতিভা বিরল।                   আচার্য হরিনাথ দে জন্ম:১২আগষ্ট ১৮৭৭//মৃত্যু:৩০আগষ্ট ১৯১১ সূচনা ভারতবর্ষ রত্নগর্ভা দেশ । দেশের মুখ উজ্জ্বল করতে পারে এমন সন্তান জন্ম দিতে এই দেশ কখনো বিরত হয় নি । যুগে যুগে এমন উদাহরন প্রচুর । এমনই একজন মনীষা সম্পন্ন ব্যক্তি হলেন আচার্য হরিনাথ দে । তাঁ র মত বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ ভারতবর্ষে খুব কমই জন্মগ্রহণ করেছেন । যদিও এই প্রতিভাশালী মনীষী 1911 সালের 30 শে আগস্ট মাত্র 34 বছর বয়সেই ইহলোক ত্যাগ করেন । যখন তাঁ র যৌবন- সূর্য মধ্যগগনে দীপ্যমান   ।   আগমন     এই মনীষী 1877 সালে র 12 ই আগস্ট ( মতান্ত রে 187 /   বাংলা 1284 সন 29 শ্রাবণ ) রবিবার , বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার আড়িয়াদহ গ্রামে জন্মগ্রহণ করেন । বাবা রায় ভূতনাথ দে বাহাদুর ছিলেন মধ্যপ্রদেশের রায়পুরের প্রসিদ্ধ আইনজীবী । তবে হরিনাথের জীবনে তার মায়ের ভূমিকা ছিল অতীব গুরুত্বপূর্ণ । এই প্রসঙ্গে একটি কথা বিশেষ প্রণিধানযোগ্য । ন